বামনায় প্রাণী সম্পদ মেলা

প্রথম পাতা » বরগুনা » বামনায় প্রাণী সম্পদ মেলা
শনিবার ● ৫ জুন ২০২১


বামনায় প্রাণী সম্পদ মেলা

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে শনিবার (৫ জুন) সরকারী বামনা সারওয়াজান পাইলট মরডল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাণী সম্পদ মেলা বসে।
এ মেলায় খামারীরা তাদের খামারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্ভা, গোড়াসহ বিভিন্ন জাতের পশু প্রদর্শন করেন। আনুষ্ঠানিকভাবে বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মেলার উদ্ভোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার এর সভাপতিত্বে উদ্ভোধনী সভায় বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান সগীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইুকবাল হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম হারুন অর-রশীদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইফুল সরোয়ার, ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদার, খামারী মোখলেছুর রহমান, রেজউল করীম প্রমুখ। পরে খামারীদের মাঝে সনদ ও পুরুষ্কার বিতরণ করা হয়।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:২৮ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ