দুমকিতে জোয়ারের পানিতে ডুবে বিধবার মৃত্যু!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে জোয়ারের পানিতে ডুবে বিধবার মৃত্যু!
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১


দুমকিতে জোয়ারের পানিতে ডুবে বিধবার মৃত্যু!

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর চরে হোগলা পাতা আনতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাচিনা বেগম (৫৫) নামের এক বিধবার মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার  মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মৃত হাফেজ হাওলাদারের স্ত্রী হাচিনা বেগম (৫৫) দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক প্রয়োজনে বাড়ি সংলগ্ন নদীর কূলে হোগলা পাতা কাটতে যায়। নদীতে জোয়ার এলে ¯্রােতের চাপে বিধবাকে ভাসিয়ে নিয়ে যায়। দুপুর গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে নদীর পাড়ে খুজঁতে গিয়ে ভাসমান লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা নদীর চরে ভাসমান লাশ উদ্ধার করে। মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে পারিবারিক গোরেস্থানে লাশ দাফন করা হবে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪৪ ● ৯৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ