কলাপাড়ায় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সোমবার ● ২৪ মে ২০২১


কলাপাড়ায় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

’প্রয়োজনে এক লাখ টাকা নে। ইয়াবার ব্যবসা কর। প্রত্যেক মাসে দুইডা আসামি ধরাইয়া দে।’ এতে রাজি না হওয়ায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের একের পর এক মাদক মামলায় আসামি করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের আমির হোসেনের স্ত্রী রুনা বেগম। রবিবার বেলা ১১টায় কলাপাড়া রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন রুনা। এসময় তার পরিবারের সদস্যসহ গ্রামের বেশ ক’জন নারী, পুরুষ উপস্থিত ছিলেন।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন, উপ-পরিদর্শক রুহুল আমিন, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন, জহিরুল ইসলাম সিপাই, সঞ্চয় কুমার সাহা, আবুল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে তুলে সংবাদ সম্মেলনে রুনা বলেন, ’প্রথমে অভাবের তাড়নায় মাদকের ব্যবসা করতে গিয়ে ১০ মাস জেল খেটেছি। পরিবার-সন্তান-স্বামীর কথা চিন্তা করে সব ছেড়ে ভাল হওয়ার চেষ্টা করছি। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সর্বশেষ ২২ মে বাসায় ঢুকে গ্রেপ্তারি পরোয়ানার কথা বলে স্বামী আমির হোসেনকে ধরে নিয়ে ইয়াবা ও গাঁজার আরও একটি মামলা দেয়। প্রায়শ:ই বাসায় গিয়ে ঘুম থেকে জাগিয়ে সবাইকে মারধর করে।’
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর কলাপাড়ার কর্মকর্তাদের কবল থেকে নিজের পরিবারকে রক্ষার দাবি জানিয়ে রুনা বেগম বলেন, ’কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ যাবৎ মিথ্যা ছয়টি মামলায় আমাকে আসামি করা হয়েছে। বাসায় ঢুকে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে। নগদ টাকা চিনিয়ে নেয়া হয়েছে। আমার নিরাপরাধ কিশোর ছেলেকে মারধর করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাদ হোসেন বলেন, রুনা বেগমের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:১৫ ● ১৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ