ফিলিস্তানে হামলার প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » ফিলিস্তানে হামলার প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন
রবিবার ● ২৩ মে ২০২১


ফিলিস্তানে হামলার প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে আল-আকসা মসজিদে হামলা ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ও স্থায়ী স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আহবানে তাওহীদি জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩মে) বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা সদরের পূরাতন পূবালী ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এ সময় কালিমুল্লাহ ইউসুফ (শিক্ষক চৌঠাইমহল মাদ্রাসা) এর সভাপতিত্বে, মাওলানা আব্দুল হামিদ নাজিরপুর কলেজ মসজিদের ঈমাম, মাহামুদ খান শিমুল (এ এম আইডিয়াল গ্রামার কিন্ডারগার্টেন এর পরিচালক) সহ নাজিরপুরের তাওহিদী জনতা মানববন্ধনে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘ ১০০ বছর ধরে নৃশংস হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। ইসরায়েলী বর্বরতায় নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ২৬৫ জন মানুষ হত্যা করেছে। এদের মধ্যে ৬৫ জন শিশু ছিলো। এছাড়া আল আকসা মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। যুগ যুগ ধরে চলমান ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান এবং যুদ্ধ বিরতী নয় ফিলিস্তিনিদের স্থায়ী স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আহবান জানান।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৯ ● ৭৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ