বামনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » বামনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন
বুধবার ● ২৪ মার্চ ২০২১


বামনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরগুনার বামনা উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলার হাসপাতাল রোডে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা অংশ নেন।
বামনা উপজেলা পুজারী সমিতির জেষ্ঠ্য নেতা বাবু সুখরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মনোতোষ হাওলাদার, শ্রীগুরু সংঘ সভাপতি নির্মল কর্মকার, ব্যবসায়ী বলরাম কর্মকার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাজিব হোসেন আব্দুল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গত দুই দিনে সুনামগঞ্জের ঘটনার সাথে জড়িত আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ সারাদেশ ব্যাপী মানুষে দেখেছে। তাই জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তরা।  শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের ঘটনায় যারা জড়িত প্রত্যককে আইনের আওতায় আনতে হবে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:২৮ ● ২৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ