কলাপাড়ায় জীবিকায়ন পুনরুদ্ধারে হতদরিদ্রদের অর্থ সহায়তা প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় জীবিকায়ন পুনরুদ্ধারে হতদরিদ্রদের অর্থ সহায়তা প্রদান
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০২১


কলাপাড়ায় জীবিকায়ন পুনরুদ্ধারে হতদরিদ্রদের অর্থ সহায়তা প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


ঘুর্ণিঝড় আমফানে ক্ষতির শিকার কলাপাড়ার লতাচাপলী এবং ডালবুগঞ্জ ইউনিয়নের অতি বিপদাপন্ন ৭০০ পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। জীবনজীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা হিসেবে এ টাকা দেয়া হবে।
উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের অর্থায়নে কোডেকের কারিগরী সহায়তায় নজরুল স্মৃতি সংসদ (এনএনএস) বাস্তবায়ন করছে এ কার্যক্রম। কনসোর্টিয়াম লীড রয়েছে জাগো নারী সংস্থা। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরন সভায় এসব জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার বক্তব্য রাখেন। এনএনএস এর পক্ষ থেকে জানানো হয়েছে এ সুবিধাভোগীর তালিকায় বিপদাপন্ন নারী প্রধান পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে। এ প্রকল্পের কার্যক্রম এ বছরের মার্চ মাসে শেষ হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৩ ● ২৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ