গোপালগঞ্জে সরস্বতী প্রতিমা ভাংচুর!

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে সরস্বতী প্রতিমা ভাংচুর!
বুধবার ● ১৩ জানুয়ারী ২০২১


গোপালগঞ্জে সরস্বতী প্রতিমা ভাংচুর!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় বাজারে নির্মিত সরস্বতী প্রতিমা রাতের আধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা | সোমবার গভীর রাতে মোট ১১টি প্রতিমা ভাংচুর করে।

এব্যাপারে কাশিয়ানি থানায় শিল্পী মৃনাল মৈত্র বাদি হয়ে একটি মামলা করেন। প্রতিমা শিল্পী মৃনাল মৈত্র বলেন, সামনে সরস্বতীপূজা উপলক্ষে আমি ১০০টির বেশী প্রতিমা তৈরি করেছি, বাজারে  একটি ঘরে ২৯ টি প্রতিমা রাখা ছিল সেখান থেকে ১১টি প্রতিমা ভাংচুর করেছে। সোমবার রাতের অন্ধকারে  কে বা কারা আমার প্রতিমাগুলো ভেঙ্গে দিয়েছে তা জানতে পারি নি। এখন পূজার সময় আমি প্রতিমা কিভাবে দিবো চিন্তায় আছি। তিনি আরও বলেন, এখন আমি ভয়ে আছি। যারা প্রতিমা ভেঙ্গেছে তারা আবার আমার কোন ক্ষতি না করে।

কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান বলেন, এব্যাপারে মৃনাল মৈত্র বাদি হয়ে একটি মামলা করেছে। দোষীদের খুজে বের করে আইনের আওয়াতায় আনা হবে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০২:৩০ ● ৪১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ