গোপালগঞ্জে বিএডিসি’ পরিবারের মানববন্ধন

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বিএডিসি’ পরিবারের মানববন্ধন
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০


গোপালগঞ্জে বিএডিসি’ পরিবারের মানববন্ধন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ বিএডিসি পরিবার।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দুই ঘন্টাব্যাপী গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএডিসি উপরিচালক (আলুবীজ) দিপংকর রায়, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আজিজুল ইসলামসহ জেলায় অবস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সিবিএ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারিদের আইনের আওয়াতায় এনে কঠোর শাস্তি দাবী করেন।
তারা আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যেন কেউ করতে সাহস না পায় সে জন্য সবাইকে একত্রিত জনমক গড়ে তোলার তুলতে হবে। এছারাও দেশের বিদ্যমান বঙ্গবন্ধুর ভাস্কর্য সুষ্টু রক্ষনাবেক্ষন করার জন্য  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সরকারের প্রতি আহব্বান জনান।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:০৭ ● ২৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ