সহিংসতা ঠেকাতে কুয়াকাটায় সাইক্লিষ্টরা

প্রথম পাতা » কুয়াকাটা » সহিংসতা ঠেকাতে কুয়াকাটায় সাইক্লিষ্টরা
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০


সহিংসতা ঠেকাতে কুয়াকাটায় সাইক্লিষ্টরা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥


‘‘পারিবারিক সুশিক্ষাই পারে সমাজের সকল প্রকার সহিংসতা ঠেকাতে’’ এমন শ্লোগান নিয়ে ঢাকা থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় এসেছেন হেমন্ত রাইডার্স নামের একটি সাইক্লিং গ্রুপ।
শুক্রবার (১৬ অক্টোবর) শেষ বিকালে সাইক্লিষ্টরা সমুদ্র সৈকতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এসময় তারা দেশব্যাপী নারীর প্রতি সহিংতা বন্ধে পর্যটকসহ এলাকাবাসীর মাঝে সচেতনা মূলক নানা প্রচারনা চালান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন বয়সী ৭৭ জন সাইক্লিষ্ট ঢাকার মানিকমিয়া এভিনিউ থেকে লঞ্চযোগে পটুয়াখালী আসেন। সেখান থেকে সাইকেল যোগে শুক্রবার দুপুরে কুয়াকাটায় এসে পৌছায়।
সাইক্লিষ্টরা জানান, পরিবারের সুশিক্ষায় সমাজের সকল অবক্ষয় রোধ করা সম্ভব।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০০:৫৭ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ