কলাপাড়ায় মহিলা জজ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মহিলা জজ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় মহিলা জজ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া উপজেলার বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ লালুয়ার রাবনাবাদ পাড়ের ঘূর্ণিঝড় আমফান দূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় লালুয়া ইউনিয়ন পরিষদ কর্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। পটুয়াখালী বিচার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন এসব বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর প্রধান মুখ্য হাকিম মো. জামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম, কলাপাড়া দেওয়ানী আদালতের জেষ্ঠ্য সহকারী জজ মো. কামাল খান, কলাপাড়া ফৌজদারী আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম শোভন শাহরিয়ার, বাউফল দেওয়ানী আদালতের সহকারী জজ রেনেসাঁ খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস প্রমুখ। রাবনাবাদ পাড়ের চারিপাড়া, নাওয়াপাড়া, চৌধুরী পাড়া, মুন্সীপাড়া, নয়াকাটা গ্রামের ১৫০ জন দূর্গত নারী-পুরুষ প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক লিটার তেল, দুই কেজি আটা, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক প্যাকেট বিস্কুট, একটি দিয়াশলাই, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দুই টি সাবান এবং ১২ প্যাকেট খাবার স্যালাইন দেয়া হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪৮ ● ৭০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ