কলাপাড়ায় নিরাপত্তাহীনতায় মুয়াজ্জিন পরিবার

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় নিরাপত্তাহীনতায় মুয়াজ্জিন পরিবার
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় নিরাপত্তাহীনতায় মুয়াজ্জিন পরিবার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রায় দেড় যুগ ধরে বসবাসকৃত ঘরবাড়ি থেকে উচ্ছেদে সশস্ত্র হামলা এবং বাড়ির গাছপালা কেটে জমি দখল চেষ্টার অভিযোগ এনে মসজিদের মুয়াজ্জিন মো. সাইফুদ্দিন সিকদার স্বপরিবারে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে সাইফুদ্দিন সিকদার জানান, তার বাবা মরহুম ইসমাইল সিকদার ১৯৯০ সালে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের এসএ ২০ ও ২১ নম্বর খতিয়ানের ৬২১ ও ৬২২ নম্বর দাগ থেকে ৩৩ শতক জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি করে বসবাস করে আসছেন। ওই বাড়ির জমি দখলের জন্য বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয় নজরুল ইসলাম, জসিম উদ্দিন, পৌর কৃষকলীগ সভাপতি সৌরভ সিকদারসহ ১৪/১৫ জনে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। বাধা দিতে গেলে মারধর করা হয় তার ছেলে আরাফাতুল ইসলামকে। এসময় বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। দাও, ছ্যানা, চল, বগি দাও নিয়ে প্রহরা বসায়। হুমকি দেয়, বাইরে বের হলে খুন করে ফেলার। এক পর্যায়ে পুলিশের খবর দিলে মূল হোতারা সটকে পড়ে। পুলিশ তাৎক্ষণিক জাফরসহ পাঁচজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এরই মধ্যে অনেক গাছপালা কেটে ফেলে। এ ঘটনায় থানায় মামলা করেছেন সাইফুদ্দিন। বর্তমানে এসব আসামিরা জামিনে বের হয়ে মুয়াজ্জিন সাইফুদ্দিনকে হুমকি দিয়ে আসছে। গোটা পরিবার নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।
সাইফুদ্দিন আরও জানান, অভিযুক্ত নজরুল ও জসিম উদ্দিন ছাত্রলীগ নেতা অভি হত্যা মামলার আসামি। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনার পরে এরা বেপরোয়া হয়ে ভূমি দস্যুতায় নেমেছে। তিনি তার গোটা পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। মো. সাইফুদ্দিন আরও দাবি করেন, এই ঘটনা নিয়ে কলাপাড়া পৌরসভায় অভিযোগের প্রেক্ষিতে ২০১৬ সালে একটি ফয়সালা করা হয়েছে। যার রোয়েদাদনামা রয়েছে। কিন্তু কোন কিছুই মানছে না এ সন্ত্রাসীচক্র। বর্তমানে সাইফুদ্দিন তার গোটা পরিবারকে নিয়ে খুন জখমের শঙ্কায় শঙ্কিত বলে দাবি করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, ওই জমি মূল মালিকের কাছ থেকে তিনি পাওয়ার অব এটর্নির মাধ্যমে মালিকানা দাবি করছেন। আর দখল, হামলার ঘটনা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তাকে হয়রানির জন্য এসব করা হচ্ছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৮ ● ৩২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ