দুমকিতে গরুর হাটে দু’পক্ষের হামলায় আহত-৫

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে গরুর হাটে দু’পক্ষের হামলায় আহত-৫
শুক্রবার ● ২৪ জুলাই ২০২০


---

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে কোরবানীর গরুর হাটে দু’পক্ষের হামলা-সংঘর্ষে অন্তত: ৫জন আহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বোর্ড অফিসের কোরবানীর গরুর হাটে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, কোরবানীর পশুরহাটে রাজাখালীর বাসিন্দা সৈয়দ সাহাবুদ্দিনের ছেলে সৈয়দ হাসান ও তার (সৈয়দ সাহাবুদ্দিন) নাতি রাব্বির গরু ছুটে গিয়ে মুরাদিয়ার জনৈক মাওলানা আমির হোসেনের ছেলে মহিবুল্লার গরুকে গুঁতো দেয়ায় ঘটনায় দু’পক্ষে হামলা-সংঘর্ষ বাঁধে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন জড়ো হলে দফায় দফায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় সৈয়দ হাসান, মহিবুল্লাহসহ উভয় পক্ষের অন্তত: ৫জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বোর্ড অফিস বাজারের বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, গরুরবাজারে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কোন পক্ষ এখনও লিখিত কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৬ ● ৩৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ