বাউফলে সেতু নির্মাণে ধীরগতিতে জনদূর্ভোগ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে সেতু নির্মাণে ধীরগতিতে জনদূর্ভোগ
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০


বাউফলে সেতু নির্মাণে ধীরগতি জনদূর্ভোগ চরমে

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফল পৌরসভায় সেতু নির্মাণে ধীরগতির কারনে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে সাধারন মানুষ।
সরেজমিনে বাউফল পৌরসভা কর্তৃক নির্মাণাধীন চারটি সংযোগ সেতু নির্মাণ এলাকা পরিদর্শণ করে দেখা মেলে জনদূর্ভোগের করুণ চিত্র।
পৌরসভার বাংলাবাজার সংযোগ সেতু নির্মাণ এলাকায় নদী পারাপারে দূর্ভোগ সৃষ্টি হওয়ায় স্থানীয়দের উদ্দোগে একটি কাঠের সেতু তৈরী হলেও কমছে না জনদূর্ভোগ। কাদা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে সাধারন মানুষকে। বর্তমানে সেতু নির্মাণের কাজ স্থবির হয়ে রয়েছে। একই অবস্থা নির্মানাধীন অপর তিনটি সেতু নির্মাণ এলাকায়।
ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ সংযোগ সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই সেতু নির্মাণের স্থানেও বিকল্প কোনো সংযোগ সেতু তৈরী করা হয়নি। এখানে নিয়ম বহির্ভূতভাবে সরু নদীতে একটি বাঁধ দিয়ে বিকল্প সড়ক তৈরী করা হলেও সড়কটি যানবাহন এবং সাধারন মানুষের চলাচলের অনুপযোগী। প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। একই অবস্থা বাউফল বাজার এবং গার্লস স্কুল রোড সেতু নির্মাণে।
দ্রুততার সাথে এই দূর্ভোগ থেকে পরিত্রাণ চান পৌরসভার সাধারন নাগরিকরা।
এ বিষয়ে বাউফল পৌরসভার প্রকৌশলী আতিকুল ইসলামের কাছে  জানতে চাইলে তিনি বলেন, করোনার কারনে কিছু দিন কাজ বন্ধ ছিলো। আমরা চেষ্টা করছি দূর্ভোগ লাঘবের জন্য। আশা করছি যথা সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।


এসএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:২৯ ● ১২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ