কলাপাড়ায় বীজধান দাবীতে কৃষকদের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় বীজধান দাবীতে কৃষকদের মানববন্ধন
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০


---

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মানসম্মত বীজধান পাওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পানি জাদুঘর ও নদী সুরক্ষা কমিটি কলাপাড়ার আয়োজনে মঙ্গলবার (৭ জুলাই) সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বর ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপকূলীয় জনকল্যাণ সংঘ ও পানি জাদুঘর’র সভাপতি জয়নাল আবেদীন রাঢ়ী, নদীসুরক্ষা কমিটির নীলগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, পানি জাদুঘর’র সাধারণ সম্পাদক লাইলী বেগম, কৃষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান। এ সময় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের কারনে ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় বীজধান সংগ্রহ করা সম্ভব হয়নি। যাতে করে তেইশ, বায়ান্ন, উনপঞ্চাশ ধানেরবীজ পেয়ে চাষাবাদ করতে পারে মানবন্ধনে তারা এ দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৩ ● ২৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ