বয়স একানব্বই, তবুও শরীফ আলীর বয়ষ্ক ভাতা জোটেনি

প্রথম পাতা » সর্বশেষ » বয়স একানব্বই, তবুও শরীফ আলীর বয়ষ্ক ভাতা জোটেনি
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছে চিকিৎসার অভাবে। চলতে লাঠিই ভরসা। তারপরও অশিতীপর এই বৃদ্ধ সরকারের দেয়া সামাজিক নিরাপত্তার সকল সুবিধার বাইরে রয়েছেন। পুরো নাম মো. শরীফ আলী মুন্সী। তার ভাষ্য, বয়স ৯৬ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুসারে ৯১ বছর। মানুষটির আক্ষেপ বয়ষ্কভাতার জন্য ঘুরেছেন, মেলেনি। স্ত্রী সুফিয়া বেগম আরও ছয় বছর আগে তাকে ছেড়ে পরকালে গেছেন। বড় ছেলে বাবুল, রাজমিস্ত্রির কাজ করেন। তারই চলেনা। তারপরও বাবুলের ওপরেই ঝুলে আছেন। কোনমতে চারটি ডালভাতে দিন কাটে। অপর ছেলে নিজাম বাকপ্রতিন্ধী। তারও ভাগ্যে মেলেনি কোন ভাতা। এবয়সেও রাস্তায় নেমে পাশের দোকানে গিয়ে বৃদ্ধ শরীফ আলী একটু সময় কাটান। ককিয়ে কথা বলেন। শরীরও যেন মানুষটিকে এখন ঠিক-ঠাক সায় দেয়না। কবে মাংস দিয়ে ভাত খেয়েছেন মনে নেই। তবে কোরবানিতে জুটেছিল, অন্যের দেয়া। মাছের কথাও মনে নেই। চাষের কোন জমি নেই। ছেলে বউ জানান, তার এখন চিকিৎসার প্রয়োজন আগে। কলাপাড়া উপজেলার চাকামমইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে বেড়িবাঁধের স্লোপ ঘেঁষা বসত ঘরে সুবিধা বঞ্চিত এ বৃদ্ধের দিনাতিপাত। বয়ষ্ক ভাতার জন্য শরীফ আলী অন্যের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন করেছেন। এখন এ বয়ষ্ক ভাতার সুবিধা পেলে শরীফ আলী একটু চিকিৎসাসহ জীবনে কিছুটা হলেও স্বাচ্ছন্দে থাকতে পারতেন বলে জানালেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, শরীফ আলীর আবেদনটি সমাজসেবা অফিসারের কাছে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১১:৫৫:৪৫ ● ৬০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ