কলাপাড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই শিক্ষকের মৃত্যু

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই শিক্ষকের মৃত্যু
শুক্রবার ● ১২ জুন ২০২০


শিক্ষক আব্দুর রশীদ মিয়া।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়া পৌরসভার রহমতপুর মহল্লার বাসীন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশীদ মিয়া (৭২) করোনা আক্রান্ত হয়ে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় তিনি মারা গেছেন। নিহত রশীদ মিয়ার স্ত্রী পিয়ারা বেগমও করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে এরা দু’জনে করোনা শণাক্ত হন। মঙ্গলবার তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলাপাড়ায় ১০ জন করোনা রোগী শণাক্ত হয়েছে। যার মধ্যে দুই জন মারা গেছেন। এর আগে কলাপাড়া পৌরশহরের নাইয়াপট্টির যুবক পারভেজ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা (৬৫)। বরিশালের আলেকান্দা সড়কের বাসায় তিনি মারা গেছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরে তার লাশ কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে করোনা প্রটোকল অনুসারে দাফন করা হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত তিন টায় শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা মারা গেছেন। তিনি কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১০:১৭:৫৫ ● ৬৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ