কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০


কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে ৫মিনিটের ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছপালা। সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আমরাজুড়ি, দাশেরকাঠী, কেউন্দিয়া গ্রামের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বুধবার (২৭মে)রাত সাড়ে ৮টার দিকে কাউখালী সদর, আমরাজুড়ি ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি গ্রামে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্যরা।
কাউখালী সদর ইউনিয়নের উত্তর কেউন্দিয়া গ্রামের দাইয়েন মৃধা বলেন, পাঁচ-সাত মিনিটের ঝড়ে মেহগনি ও রেনট্রি গাছ বাড়ির ওপর ভেঙে পড়ায় তাদের বাড়ি ও পাশের বাড়ির আরেকটি ঘর ভেঙে পড়েছে।
একই এলাকার মতিউর রহমান জানান, ঝড়ে তার অর্ধ শতাধিক মেহগনি রেনট্রি গাছ উপড়ে পড়ে যায় এবং কলাবাগানের অনেক ক্ষতি হয়েছে।
এ দিকে রাতে ঝড় থেমে যাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার উপস্থিতে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্থানের সড়কের উপর পড়ে থাকা গাছ অপসারন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বলা হয়েছে। তালিকা পেলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৮ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ