আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০


আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক সুরক্ষা বজায় রেখে ইউএনও মনিরা পারভীন চাওড়া ইউনিয়ন পরিষদ মাঠে চাওড়া ইউনিয়নের পাঁচ’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আমতলী উপজেলায় কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরে। এ কর্মহীন পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ দেয়। মঙ্গলবার ইউএনও মনিরা পারভীন চাওড়া ইউনিয়ন পরিষদ মাঠে চাওড়া ইউনিয়নের পাচ’শ হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও আখতারুজ্জামান বাদল খান প্রমুখ। প্রত্যেক হতদরিদ্র পরিবারকে ১০ কেজি চাল বিতরন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, চাওড়া ইউনিয়নের পাচ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪২ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ