পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু
রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯


পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার ধানখালীতে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কোল ইয়ার্ডে কর্মরত (কয়লা রাখার ডোম) কিন গুইলিন (৪০) নামে একজন চীনা শ্রমিক মারা গেছে।
রবিবার (৮ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় এ শ্রমিক প্রায় ২০মিটার উপর থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য প্রথমে পটুয়াখালী পরে বরিশাল নেয়ার পথে কিন গুইলিন মারা যায়।
জানা গেছে, কিন গুইলিন কোল ইয়ার্ডের ওপরে উঠে কাজ করছিলেন। নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের ওপর থেকে সে নিচে পড়ে গুরুতর জখম হয়। অন্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে। এরপর তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি না করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওয়না হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২ টার সময় সে মারা যায়। নিহত কিন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। সে শুরু থেকেই তাপ বিদ্যুত কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের (এনইপিসি) শ্রমিক হিসেবে কাজ করছিল। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, কোল ইয়ার্ডের ওপরে উঠে ওই শ্রমিক কাজ করছিল।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৩ ● ১০৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ