বানারীপাড়ায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯


বানারীপাড়ায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা আসন-২৮ এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান, পিআইও রুনু বেগম সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫৯ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ