শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
বরগুনা-১ আসন পোস্টারবিহীন নির্বাচনে উৎসবের আমেজ, ভিন্ন রূপে আমতলী-তালতলী
হোম পেজ » লিড নিউজ » বরগুনা-১ আসন পোস্টারবিহীন নির্বাচনে উৎসবের আমেজ, ভিন্ন রূপে আমতলী-তালতলী

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে পোস্টার ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। হাট-বাজার, গ্রাম-গঞ্জ, সড়ক ও মহাসড়কে কোথাও পোস্টার না থাকায় পুরো এলাকা যেন ভিন্ন রূপে ধরা দিচ্ছে। পোস্টারবিহীন নির্বাচন হলেও সাধারণ মানুষ ও ভোটারদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না।
জানা গেছে, বরগুনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলী উল্লাহ, ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি-জেপির প্রার্থী জামাল হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়া অপর দুই প্রার্থীর তেমন কোনো সভা-সমাবেশ বা প্রচারণা চোখে পড়ছে না। বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা জোরেশোরে সভা-সমাবেশ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। এই দুই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার বিকেলে আমতলী উপজেলা শহর, শাখারিয়া, মহিষকাটা, চুনাখালী, সাহেববাড়ী স্ট্যান্ড, ঘটখালী, মানিকঝুড়ি, ছুরিকাটা, গাজীপুর ও ইসলামপুরসহ আমতলী ও তালতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুই-একটি ব্যানার ছাড়া কোথাও কোনো পোস্টার নেই। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের ব্যানার কিছু কিছু এলাকায় দেখা গেলেও অন্য দুই প্রার্থীর কোনো ব্যানার চোখে পড়েনি।
ভোটার নজরুল ইসলাম, জিয়া উদ্দিন জুয়েল ও শিবলী শরীফ বলেন, পোস্টার ছাড়া নির্বাচন বেশ ভালোই লাগছে। এখন নেতাদের পোস্টার নয়, ভোটারদের হৃদয়েই তাদের অবস্থান। তারা আরও বলেন, বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলী উল্লাহর ব্যানার সড়কের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবেন না। শুধু ব্যানার টানানো ও হ্যান্ডবিল ছাপানোর অনুমতি রয়েছে।
আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, পোস্টার ছাপানো ও লাগানোর কোনো সুযোগ নেই। কেউ পোস্টার লাগালে দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে পোস্টার লাগানোর ঘটনায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩২ ● ৩২ বার পঠিত
