বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
সেনাবাহিনীর অভিযান গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের একজন আটক
হোম পেজ » বরিশাল » সেনাবাহিনীর অভিযান গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের একজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযানে বরিশালের গৌরনদী থেকে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা-কুয়াকাটা রুটে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। আটককৃত গাঁজার অবৈধ বাজার মূল্য নির্ধারণে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গৌরনদী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২:২১:৫১ ● ৮৯ বার পঠিত
