বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
গলাচিপায় সদর রোডে অগ্নিকাণ্ডে দুইটি টেইলার্স দোকান ভস্মীভূত
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সদর রোডে অগ্নিকাণ্ডে দুইটি টেইলার্স দোকান ভস্মীভূত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ‘ভাই ভাই টেইলার’ ও ‘সেঞ্চুরি টেইলার’ নামের দুইটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের বরাতে জানা গেছে, এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ‘ভাই ভাই টেইলার’-এ আগুনের সূত্রপাত হয়ে পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, রাত পৌনে ১২টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পাশের ভাই ভাই টেইলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা যাবে।
গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪:১২:৫৬ ● ৩১ বার পঠিত
