বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬

কাউখালীতে সেনা চেকপোস্টে ৩ মোটরসাইকেল জব্দ, জরিমানা অর্ধলক্ষাধিক টাকা

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে সেনা চেকপোস্টে ৩ মোটরসাইকেল জব্দ, জরিমানা অর্ধলক্ষাধিক টাকা
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

কাউখালীতে সেনা চেকপোস্টে ৩ মোটরসাইকেল জব্দ, জরিমানা অর্ধলক্ষাধিক টাকা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দুটি এলাকায় সেনাবাহিনীর কাউখালী ক্যাম্পের উদ্যোগে এ চেকপোস্ট বসানো হয়, যেখানে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সহায়তা করে।

 

সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মে ৯ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ৯:১৪:০০ ● ৫৪ বার পঠিত