বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
ককটেল-অস্ত্র ও মদ উদ্ধার গৌরনদীতে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতাকে গ্রেফতার
হোম পেজ » বরিশাল » ককটেল-অস্ত্র ও মদ উদ্ধার গৌরনদীতে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতাকে গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং তাঁর সহোদর ছোট ভাই উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের বসতবাড়ি থেকে তিনটি ককটেল, ধারাল অস্ত্র, দেশি-বিদেশি মদ ও ৫৭টি চেকবই উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গৌরনদী সেনা ক্যাম্পের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিল্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে। অভিযানে বসতবাড়ি তল্লাশি চালিয়ে উল্লিখিত অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দু’জনকে বিকাল ৪টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল পর্যালোচনা করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ৮:১৮:০১ ● ৪৮ বার পঠিত
