মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬

মাদারীপুরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, ৫ জন আটক

হোম পেজ » ঢাকা » মাদারীপুরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, ৫ জন আটক
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

মাদারীপুরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, ৫ জন আটক

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলা সংলগ্ন মাদারীপুর সদর খামারবাড়ি ও ডাসার উপজেলার পূর্ব মাইজাপাড়া এলাকায় সোমবার রাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে আটক করেছে।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর খামারবাড়ি ও পূর্ব মাইজাপাড়া এলাকায় দুষ্কৃতিকারীরা অবস্থান করছে। সেনাবাহিনীর ৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ানের ডাসার ক্যাম্পের ক্যাপ্টেন মাইনুল ইসলাম খান ও লেফটেন্যান্ট মেহতাবের নেতৃত্বে পুলিশসহ যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে নগদ ২,৩০৬ টাকা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ৮টি দেশীয় অস্ত্র, ১টি ডেবিট কার্ড, ১টি পাসপোর্ট, ২টি অবৈধ জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম (৩৪), হান্নান (৪৬), শিপন শেখ (৪০), হানিফ খান (৩৬) ও শিপন ফকির (৩০)।

সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৪০ ● ২০ বার পঠিত