মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬

ভিপি নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩

হোম পেজ » লিড নিউজ » ভিপি নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (ভিপি নুর) এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চর বোরহান ইউনিয়নের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

হামলার ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছে। এতে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের অনুসারী তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- রাকিবুল ইসলাম জুয়েল, রফিক ও রিফাত। তাদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

 

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পটুয়াখালী-৩ আসনে ততই উত্তেজনা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:৩৮:১৫ ● ৪১ বার পঠিত