সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
নেছারাবাদে পৌর শ্রমিক লীগ সভাপতি মোস্তফা গ্রেপ্তার
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে পৌর শ্রমিক লীগ সভাপতি মোস্তফা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি পৌর শ্রমিক লীগের সভাপতি ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নেছারাবাদ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, একটি পুরোনো রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তারকৃত মোস্তফার পরিবারের দাবি, তিনি নিরপরাধ এবং তার বিরুদ্ধে থানায় কোনো রাজনৈতিক মামলা নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়া একসময় নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি স্বরূপকাঠি রিকশা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বও ধরে রাখেন। পরবর্তীতে তিনি স্বরূপকাঠি পৌর শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পান।
গত ৫ আগস্টের পর তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। হঠাৎ রোববার রাতে তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রয়োজনে চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত ভার্সন, আইনশৃঙ্খলা ফোকাসড ভার্সন, অথবা শিরোনাম বিকল্পসহ প্যাকেজ আকারেও প্রস্তুত করতে পারি।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:১০ ● ৫৪ বার পঠিত
