শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
হোম পেজ » মুক্তিযুদ্ধ » পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর-১ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাদল এবং সঞ্চালনা করেন মির্জা জহুরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের গণতান্ত্রিক ধারা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৬ ● ২৩ বার পঠিত
