শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে গৌরনদী উপজেলার ডিএসবির রত্নপুর এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

গণসংযোগকালে জহির উদ্দিন স্বপন সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।

 

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগানে স্লোগানে এলাকা মুখর করে তোলেন- ভোট দিবো কিসে- ধানের শীষে। স্থানীয় ভোটাররা জানান, তারা পরিবর্তনের পক্ষে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৬ ● ৩৯ বার পঠিত