শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া ফেরার পথে যুবক নিখোঁজ

হোম পেজ » পিরোজপুর » চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া ফেরার পথে যুবক নিখোঁজ
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া ফেরার পথে যুবক নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া হোগলপাতি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে রাকিব হোসেন (২২) বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে আনুমানিক ৮ টার দিকে রাকিব চট্টগ্রাম থেকে বলেশ্বর পরিবহনের একটি বাসে করে নিজ বাড়ি মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।

 

রাকিব হোসেনের পিতা আমির হোসেন সাগরকন্যাকে জানান, কুমিল্লা পৌঁছানোর পর ছেলে ফোন করে বলেন, আমার নাম্বারে কোনো ফোন দিবেন না, ফোন দিলে আমার অনেক অসুবিধা হবে।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।

 

ছেলের সন্ধান না পাওয়ায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আমির হোসেন সকলের সহযোগিতা কামনা করে জানান, কেউ রাকিব হোসেনের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করবেন (০১৭১৪৫৪৩৩৪৯)।

 

নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, এ বিষয়ে এখনও কেই তাদের কাছে আসেনি। লিখিত দিলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৯ ● ৩১ বার পঠিত