শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুঃখপ্রকাশ এনসিপি প্রার্থীর

হোম পেজ » রাজনীতি » নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুঃখপ্রকাশ এনসিপি প্রার্থীর
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুঃখপ্রকাশ এনসিপি প্রার্থীর

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর) 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মোঃ শামীম হামিদী।

 

জানা গেছে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শামীম হামিদী। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অবহিত করেন যে, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে পূর্বনির্ধারিত একটি নির্বাচনী কর্মসূচি মঠবাড়িয়ার একটি মসজিদ থেকে শুরু হয়ে শহীদ মিনারের সামনে রাস্তার শেষ প্রান্তে গিয়ে শেষ হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, কর্মসূচিটি মূলত শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের জন্য নির্ধারিত ছিল। তবে সেখানে অতিরিক্ত জনসমাগমের কারণে জনদুর্ভোগের আশঙ্কা দেখা দিলে কর্মসূচির স্থান পরিবর্তন করে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ প্রক্রিয়ায় আইন অনুসরণ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নির্বাচন আচরণবিধির একটি অংশ লঙ্ঘিত হয়েছে বলে তিনি স্বীকার করেন।

 

ঘটনার জন্য ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করে প্রার্থী জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে তিনি নির্বাচন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করবেন। পাশাপাশি তিনি সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ জনগণকে নির্বাচন আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। চিঠির শেষাংশে তিনি বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১১:১৭:৫০ ● ২৪ বার পঠিত