বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আলতাফ হোসেন চৌধুরী
হোম পেজ » পটুয়াখালী » বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আলতাফ হোসেন চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচনকে বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী ভোট কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ আ’লীগকে আবার বাংলাদেশে ক্ষমতায় বসাতে চায়। তাই আ’লীগ ছাড়া বাংলাদেশের আর কোন দলকে তারা বন্ধু মনে করে না। আ’লীগের দেড় লক্ষ নেতারা ভারতে অবস্থান করছে। সেখানে বসে তারা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি আরও বলেন, ভারত সরকার আওয়ামী লীগকে সেখানে অফিসসহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দ দিল্লি থেকে কলকাতা এসে অফিস পরিচালনা করছেন ও মিটিং করছেন। তাদের মূল লক্ষ্যই হলো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং নির্বাচনকে বানচাল করা। আমরা সতর্ক থাকতে হবে, সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত করতে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা উপজেলা সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ জাফর ইমাম সিকদার, পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. মোঃ আনিচুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু ও আলহাজ্ব মোঃ আশ্রাফ আলী হাওলাদার।
এর আগে সকাল সাড়ে ১০টায় আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের সুফি সাধক মরহুম হযরত ইয়ার উদ্দীন খলিফা (রঃ) মাজার শরীফ জিয়ারত করেন। সভায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধিরা এবং অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:১৩:৪০ ● ৪৭ বার পঠিত
