বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
পিরোজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সমাবেশ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
গণভোটের প্রচার এবং ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমামদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি আব্দুল হাই নিজামী এবং জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হালিম। সমাবেশে বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫১ ● ২২ বার পঠিত
