বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
সভাপতি অধ্যাপক মামুন, সম্পাদক রাজু বিএবিজির বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠন
হোম পেজ » সর্বশেষ » সভাপতি অধ্যাপক মামুন, সম্পাদক রাজু বিএবিজির বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠন
![]()
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বায়োটেকনোলজি গ্রাজুয়েটস (বিএবিজি)-এর চতুর্থ নির্বাহী কমিটির (২০২৩–২৫) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত দুই বছরে গৃহীত কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে পঞ্চম নির্বাহী কমিটি (২০২৬–২৭) অনুমোদন দেওয়া হয়।
সভা উপলক্ষে আগে থেকেই সাধারণ সদস্যদের মধ্যে ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুগল ফরম বিতরণ করা হয়। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১৩ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়, যারা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান রাজু, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (BRiCM)।
১৬ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে পুরাতন কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। নবগঠিত পঞ্চম নির্বাহী কমিটি আগামী দুই বছর মেয়াদে বিএবিজির নির্বাহী কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বায়োটেকনোলজি গ্রাজুয়েটস (বিএবিজি) বাংলাদেশের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের একটি পেশাদার সংগঠন। সংগঠনটির লক্ষ্য সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীদের একত্রিত করা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং এ খাতের নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখা।
বাংলাদেশ সময়: ২১:১১:২০ ● ৬০ বার পঠিত
