মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে হলেও সংসদ নির্বাচনে সরকার থাকবে নিরপেক্ষ: পররাষ্ট্র উপদেষ্টা

হোম পেজ » বরগুনা » গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে হলেও সংসদ নির্বাচনে সরকার থাকবে নিরপেক্ষ: পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬


 

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে হলেও সংসদ নির্বাচনে সরকার থাকবে নিরপেক্ষ: পররাষ্ট্র উপদেষ্টা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে বা বিপক্ষে ভূমিকা নেবে না। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকারের তিনটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে- ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, সঠিকভাবে ভোট গণনা করা এবং প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা। তিনি আরও বলেন, গণভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের। সরকার একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায়, যা মানুষ মনে রাখবে।

অতীতের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে কীভাবে নির্বাচন হয়েছে তা সবারই জানা। বর্তমান সরকার সেই ধারার বাইরে গিয়ে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বরগুনার ১৭ জন মৎস্যজেলে ভারতের একটি কারাগারে বন্দি থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই জেনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে, তবে সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। সরকার নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, কন্টিনজেন্ট কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার রাতে বরগুনা সার্কিট হাউসে অবস্থান করেন। বুধবার সকালে বরগুনা থেকে কলাপাড়ার পায়রা বন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৫:৩২ ● ৪৩ বার পঠিত