মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
কলাপাড়ায় কৃষি জমির মাটি কাটায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় কৃষি জমির মাটি কাটায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে মোবাইল কোর্টে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কলাপাড়া পৌর শহরের রজপাড়ায় অভিযান চালিয়ে মিরাজ মাহমুদ (২৮) নামের এক্সাভেটর ড্রাইভারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(১) ও ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:২০ ● ৪৮ বার পঠিত
