মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬

কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে সাধারণ ব্যবহারকারীরা

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে সাধারণ ব্যবহারকারীরা
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। অন্যান্য কোম্পানির গ্যাস সীমিত পরিসরে মিললেও দাম বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে।

বর্তমানে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। ফলে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। গত এক সপ্তাহ ধরে উপকূলীয় কলাপাড়ার বিভিন্ন হাট-বাজারে এমন পরিস্থিতি বিরাজ করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল-মোটেল সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানান, গ্যাসের সংকটে রান্না ও সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিলার কুয়াকাটা আলীপুরের শরীফ স্টোরের মঞ্জু শরীফ বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে বিক্রয়মূল্যও বাড়াতে হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, কেউ যদি গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৯ ● ২৯ বার পঠিত