সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগৈলঝাড়ায় মতবিনিময় সভা
হোম পেজ » বরিশাল » জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগৈলঝাড়ায় মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সম্ভাব্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিখন বনিক।
সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬০টি ভোটকেন্দ্রের বিদ্যমান সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের বক্তব্য শোনেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এবং ভোটগ্রহণের আগেই উল্লিখিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহি, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খানসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৭:২১:৪৯ ● ৪০ বার পঠিত
