শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে কুলখানি

হোম পেজ » পিরোজপুর » খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে কুলখানি
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬


 

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে কুলখানি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের কাউখালীতে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারি) বাদ যোহর কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ইকো পার্ক মাঠে এ কুলখানির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন এতিমখানার এতিম, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, এবতেদায়ী মাদ্রাসা ও অন্যান্য মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

কুলখানিতে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা এম এ মতিন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪১ ● ২৭ বার পঠিত