শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
হোম পেজ » লিড নিউজ » বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. শহিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. ইউসুফ আলীর বিরুদ্ধে তদন্ত দাবি করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বরগুনা সদর উপজেলার বাসিন্দা মো. সাইফুর রহমান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জেলা সমাজসেবা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি এতিমখানার দুই বছর মেয়াদি কমিটি অনুমোদনের নামে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে থাকেন। কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হয়। এছাড়া কিডনি ক্যান্সার, লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অনুদান থেকে জনপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায়ের অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী মো. সাইফুর রহমান আরও দাবি করেন, অভিযুক্ত কর্মকর্তারা নামে-বেনামে ভুয়া স্বেচ্ছাসেবী সংগঠন ও অস্তিত্বহীন ব্যক্তির নামে অর্থ বরাদ্দ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি এতিমখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে তারা অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তারা বলেন, কমিটি অনুমোদনের জন্য তাদের ঘুষ দিতে বাধ্য করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত কর্মকর্তাদের বদলির দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন এবং আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মো. মানঞ্জুরুল হক কাওসার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। এক শ্রেণির মানুষ স্বার্থের পরিপন্থি কিছু হলে এ ধরনের অভিযোগ করে থাকেন।
এ বিষয়ে বরগুনা জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অভিযোগকারী পরিচয় গোপন রেখেছেন। অভিযোগকারীর ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তার ধারণা, আমতলী উপজেলা থেকেই এ অভিযোগ করা হয়েছে। তাকে হেয়প্রতিপন্ন করার জন্য কোনো কর্মকর্তা পেছন থেকে কলকাঠি নাড়ছেন বলেও তিনি দাবি করেন।
বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১১:০২:৪৮ ● ৩৫ বার পঠিত
