শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, ইয়াবা পুড়িয়ে বিনষ্ট
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড, ইয়াবা পুড়িয়ে বিনষ্ট

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা সেবনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় আলা মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে ইয়াবা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা ৪টি ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে একই দিন বিকেলে ইয়াবা সেবনের অপরাধে অপর এক ব্যক্তিকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের একটি চৌকস টিম সহযোগিতা করে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন বলে পরিচালিত মোবাইল কোর্ট সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫০:২০ ● ৪৪ বার পঠিত
