শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
দশমিনায় তরমুজের চারা চুরি ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় তরমুজের চারা চুরি ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার সাবেক কালিরচর ইউনিয়নের দক্ষিণ মৌজা চর এলাকায় তরমুজ খেতের চারা চুরি ও বসতঘরে আগুন দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. বাচ্চু খান অভিযোগ করেছেন, তাঁর একসোনা ২৮ একর জমিতে তরমুজ চাষের জন্য জমি প্রস্তুত করা হলেও স্থানীয় ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে নেয়।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর জমিতে লোক থাকার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় প্রায় ১৫ হাজার তরমুজের চারা লুট ও নষ্ট করা হয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
মো. বাচ্চু খান আরও অভিযোগ করেন, রাতের আঁধারে আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভিটায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, তুহিন এবং তাঁদের সহযোগী হেলাল শরিফ, রাকিব মাস্টারসহ কয়েকজন চাষাবাদ শুরু করেছে। এ থেকেই ধারণা করা হচ্ছে, তারাই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।
এদিকে, নিজের বিরুদ্ধে স্থানীয় একটি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো. বাচ্চু খান।
বাংলাদেশ সময়: ২১:৪২:৫৩ ● ২৬ বার পঠিত

