বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬

পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


 

পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি এর অপব্যবহারে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (PRSTU) প্রক্টর ড. আকতার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. রিয়াদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।

 

পিরোজপুর সদর উপজেলা হলরুমে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত সভায় গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল কবির, জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী, এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক চান, শিক্ষক নেতা ঈশ্বরচন্দ্র দাস, আ ফ ম রেজাউল করিম, খায়রুন নাহার রুবি, মিজানুর রহমান খোকন, সাংবাদিক হাসান মামুন ও সাংবাদিক নুরুদ্দিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় পর্যায়ের অংশীজনরা সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও এর অপব্যবহারের ফলে প্রযুক্তি সহায়তাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) নতুন রূপে সমাজে ছড়িয়ে পড়ছে। এ ধরনের সহিংসতা কেবল ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

 

বক্তারা আরও বলেন, TFGBV প্রতিরোধ, প্রশমন ও সচেতনতা বৃদ্ধিতে সরকার, সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে প্রাপ্ত সুপারিশ ও অভিজ্ঞতা ভবিষ্যতে নীতিনির্ধারণ এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে আয়োজকরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩০ ● ২৪ বার পঠিত