বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬

প্রধান অতিথি চরমোনাই পীর কুয়াকাটার আলীপুরে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের মাহফিল

হোম পেজ » কুয়াকাটা » প্রধান অতিথি চরমোনাই পীর কুয়াকাটার আলীপুরে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের মাহফিল
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


 

কুয়াকাটার আলীপুরে তিন দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল কাল থেকে শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদরাসার উদ্যোগে কুয়াকাটার আলীপুরে তিন দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার বাদ জুম’য়া থেকে শুরু হচ্ছে। তিনদিন ব্যাপি ওই মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামীকাল ১৬ জানুয়ারি শুক্রবার শুরু হওয়া মাহফিলটি রবিবার রাতে শেষ হবার কথা রয়েছে।

কুয়াকাটার আলীপুর টোল প্লাজা থেকে ৫’শ মিটার পূর্বদিকে এগিয়ে মাদরাসা ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বরিশালের জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব এবং ঢাকার মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা)।

দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমেরিকার দারুল উলূম নিউইয়র্কের প্রধান মুফতী ও ঢাকার শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতী মিজানুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনার কেওড়াবুনিয়া দরবারের পীর মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ।

শেষ দিনের মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকার জামিয়া তা’লীমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরিশালের জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী রফিকুল ইসলাম এবং বরগুনার তালতলীর পীর মাওলানা মুফতী আব্দুল মান্নান। মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাহী মোসলেম মুসুল্লী মুছা।

এদিকে, আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে জিকিরের সঙ্গে তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদরাসায় নাজেরা ও হেফজ বিভাগে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা)।

বাংলাদেশ সময়: ১৮:০৮:১৬ ● ৩৮ বার পঠিত