মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ১ লাখ টাকা
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ১ লাখ টাকা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর সাপলেজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী মেসার্স মক্কা ব্রিক্স ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটার মালিক মোঃ ইউসুফ মুন্সিকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম বলেন, পরিবেশ, জনস্বাস্থ্য ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধ ইটভাটার কারণে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি ও পরিবেশ দূষণ বাড়ছিল। প্রশাসনের এ পদক্ষেপ এলাকাবাসীর জন্য স্বস্তির বার্তা এনে দিয়েছে। তারা আশা করেন, নিয়মিত অভিযান চললে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধ হবে এবং পরিবেশ ও কৃষিজমি সুরক্ষিত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৫ ● ৩২ বার পঠিত
