মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩

হোম পেজ » লিড নিউজ » মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬


 

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর 

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে যাত্রী নিয়ে একটি ভ্যান রওনা হলে তাঁতীবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক যাত্রী নিহত হন। গুরুতর আহত দুজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৩ ● ৩৮ বার পঠিত