সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
গোপালগঞ্জ-১ আসনে শিমুলের প্রার্থিতা ফেরায় ভোটের সমীকরণ পাল্টানোর আভাস
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জ-১ আসনে শিমুলের প্রার্থিতা ফেরায় ভোটের সমীকরণ পাল্টানোর আভাস

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচনী এই গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরের ১ শতাংশ জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। শিমুল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং নির্বাচন কমিশন শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে।
শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান ও ২০২২ সালে মুকসুদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। পারিবারিক পরিচিতি ও পিতার রাজনৈতিক জনপ্রিয়তাই শিমুলের জনপ্রিয়তার অন্যতম কারণ।
বাংলাদেশ সময়: ১৯:০২:৫৯ ● ৩৪ বার পঠিত
