মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

হোম পেজ » খুলনা » মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬


মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা উপজেলায় যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রেল পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় তারা বিষয়টি দেখছেন।

নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল-মোংলা কমিউটার যাত্রীবাহী ট্রেনটি দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯:১১:৫১ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ