শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
মঠবাড়িয়ায় বিএনপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় বিএনপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. রুহুল আমিন দুলাল।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে উপজেলা পর্যায়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আহ্বায়কসহ মোট ৭১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে এই কমিটি।
কমিটি ঘোষণার পর মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ সময়: ১৯:০২:৪৩ ● ৬২ বার পঠিত
